হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরের দুই ম্যাচে জিতে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগার যুবারা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় ২০ রানেই মধ্যেই প্রথম উইকেট হারায়। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৬ রান করেছেন কালাম সিদ্দিকী।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। ব্যক্তিগত ৩৮ রানে কাটা পড়েন এই ব্যাটার।
তবে ২৮তম ওভারে বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচ থেমে যায়। এসময় ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রানের পুঁজি দাঁড় করায় ইয়াং টাইগাররা। ৮৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এ ছাড়া ৩৮ বলে ২৪ রানে টিকে ছিলেন রিজান।
তবে ডিএলএস ম্যাথডে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রানের।
নির্দিষ্ট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। দলীয় ৫১ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। ইনিংসের ২২তম ওভারে আবারও বৃষ্টি হানা দেয়। এরপর আলোক স্বল্পতায় আর কোনো বল মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশ যুবাদের অধিনায়ক আজিজুল বল হাতে ১৭ রান খরচায় নেন ২ উইকেট। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন পেসার আল ফাহাদ।
এর আগে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচে আগামী ৩ মে একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।