কোপা দেল রে’র ফাইনালে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।
ম্যাচে রেফারির সঙ্গে সহিংসতায় জড়ানোয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ডিফেন্ডারকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হেরে যাওয়া ম্যাচের অতিরিক্ত সময়ে চোট পান রুডিগার।
উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষদিকে সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউল ধরে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার। এতে ক্ষুব্ধ হন রুডিগার ও তার সতীর্থরা।
এ সময় বেঞ্চ থেকে তেড়ে গিয়ে স্প্যানিশ রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মারেন রুডিগার। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সেটি ছিল বরফের টুকরো।