ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ব্রাজিলকে ‘না’, কোথায় যাচ্ছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:১৭ পিএম
ছবি: সংগৃহীত

‘কার্লো আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ’ এমন গুঞ্জনে গত কয়েক দিন সরব ছিল ফুটবলাঙ্গন।

বেশ কয়েকটি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছিল, চলতি বছর জুনেই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো। তবে সেই সম্ভাবনা ম্লান হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের দায়িত্ব নেবেন না আনচেলত্তি।

জুনে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের ডাগ আউটেই থাকবেন তিনি। এরপর সৌদি আরবের কোনো একটি ক্লাবের সঙ্গে যোগ দেবেন এই ইতালিয়ান কোচ। 

এ ছাড়াও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবা’ জানিয়েছে, আনচেলত্তিকে নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনা শেষ হয়েছে, তবে ফল আশানুরূপ হয়নি।

রিয়াল মাদ্রিদ আনচেলত্তিকে ছাড়তে চায় না, ফলে তার ব্রাজিল যাত্রার পথ রুদ্ধ হয়ে গেছে। আনচেলত্তির বিকল্প হিসেবে এখন আলোচনায় আছেন সৌদি আরবের আল হিলাল ক্লাবের কোচ জর্জ জেসুস।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, আনচেলত্তির ক্লাব ছাড়ার সময় ও চুক্তি সংক্রান্ত অর্থনৈতিক শর্ত নিয়ে অসন্তুষ্ট রিয়াল। ব্রাজিল কোচ হওয়ার মৌখিক সম্মতি দেওয়ার পর রিয়াল বোর্ড কড়াকড়ি অবস্থান নেয়।

২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও আগেভাগে ছাড়তে চাওয়ায় আনচেলত্তির কাছ থেকে চুক্তি ভাঙার অর্থ চাওয়া হয়, যা দিতে রাজি নয় রিয়াল।

এর আগে জনপ্রিয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে বলে, রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি।

প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ব্রাজিল জাতীয় দলে তাঁর মেয়াদ হবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এ নিয়ে আনচেলত্তির কাছে প্রতিনিধিও পাঠায় সিবিএফের প্রধান। 

তবে ‘মার্কা’ বলছে, লন্ডনে চুক্তি চূড়ান্ত করতে গেলেও শেষ মুহূর্তে তা করেননি আনচেলত্তি। তিনি নিজেই সিবিএফ সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন। জুনের বদলে আগস্টে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সিবিএফ চেয়েছিল জুনেই নতুন কোচ দায়িত্ব নিক। তাই বিষয়টি জটিল হয়ে পড়েছে।

এদিকে, বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, সৌদি আরবের একটি ক্লাব আনচেলত্তিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। প্রতি মৌসুমে কার্লোকে ৫০ মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত ক্লাবটি। 

তাই ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত যদি রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি নবায়ন না করে তাহলে ডন কার্লোর পরবর্তী গন্তব্য হবে সৌদি আরব।

তবে গুঞ্জন আছে, রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়ন না করলে কোচিং ক্যারিয়ার থেকে সম্পূর্ণ অবসরের কথা ভাবছেন এই ইতালিয়ান।