শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০২:৪৮ পিএম

পদ্মায় ধরা পড়ল কুমির, আতঙ্কে জেলেরা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০২:৪৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কু‌ষ্টিয়ায় পদ্মা ন‌দী‌তে মাছ ধরার সময় শরীফুল ইসলাম নামে এক জেলের জালে ওঠে এসেছে প্রায় ১০ ফুট লম্বা এক কুমির। এতে জেলেদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কুমিরটি মিঠাপানির হওয়ায় পদ্মা ন‌দীর গভী‌রেই অবমুক্ত করা হ‌বে বলে জানিয়েছেন বন্যপ্রাণী কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ ডি‌সেম্বর) বেলা ১১টার মিরপুর উপজেলার তালবা‌ড়িয়া ইউনিয়নের তালবা‌ড়িয়া বা‌লি ঘাট এলাকার পদ্মা নদী‌তে এ ঘটনা ঘটে। এ নিয়ে অন্য জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেলে শরীফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো সকালেও পদ্মা নদী‌তে মাছ ধরার জন্য ক‌টের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী ভারী লাগছিল। এরপর বড় বাগাড় মাছ ম‌নে ক‌রে জাল কাছে আসার পর দেখতে পাই কুমিরটিকে। প্রথমে কিছুটা ভয় পেয়েছি এরপর কৌশলে ৭ থে‌কে ৮ জন জাল টেনে নদীর পাড়ে আনি।

আরেক জে‌লে রিপন জানান, কুমির‌টি মা‌ঝে ম‌ধ্যেই পা‌ড়ে দেখা যে‌তো। এ নি‌য়ে স্থানীয়‌রা আত‌ঙ্কেও ছিলেন। ত‌বে কুমির‌টি তুল‌তে গি‌য়ে তা‌দের জাল ছি‌ড়ে গি‌য়ে‌ছে। এতে তারা অ‌নেক টাকার ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে।

বাংলা‌দেশ জীববৈ‌চিত্র্য সংরক্ষণ ফেডা‌রেশন (বি‌বি‌সিএফ) কেন্দ্রীয় ক‌মি‌টির সহ-সভাপ‌তি শাহাবউদ্দিন মিলন বলেন, বেলা ১টার দি‌কে জেলেদের কাছ থেকে কুমিরের বিষয়ে জানতে পেরে বন বিভাগ‌কে সাথে নি‌য়ে ঘটনাস্থ‌লে আসি। প‌রে বন‌বিভাগ কু‌মির‌টি তা‌দের হেফাজ‌তে নেয়। কুমিরটি দেখতে উৎসুক জনতা ভিড় কর‌ছে। তবে কু‌মির‌টি শান্ত স্বভা‌বের। আক্রমণাত্মক নয়। জালে ধরা‌ থে‌কেই কুমিরটি চুপচাপ র‌য়ে‌ছে।  

বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র ব‌লেন, কু‌মির‌টি লম্বায় ১০ফুটের উপ‌রে লম্বা ও ৩ ফু‌টের উপ‌রে চওড়া। উদ্ধার হওয়া কু‌মির‌টি আমা‌দের হেফাজ‌তে আছে। যে‌হেতু কু‌মির‌টির বসবাস পদ্মা নদী‌তে তাই গভীর নদী‌তে অবমুক্ত করা হ‌বে।  

আরবি/জেআই

Shera Lather
Link copied!