দেশের সবচেয়ে বড় সম্পদ সে দেশের যুব সমাজ। যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়, নানা অবক্ষয়ে দুর্বল হয়ে পড়ে সমাজ। সে দেশের উন্নয়ন-সমৃদ্ধি ত্বরান্বিত হতে পারে না।
"জীবন কে ভালোবাসুন,মাদক থেকে দূরে থাকুন" এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় এলাকাবাসির আয়োজনে মিঠাপুর ইউনিয়নের সাগরপুর উচ্চ বিদ্যালয় মাঠে মো মামুন হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেশাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.আব্দুল হাদী টিপু চৌধুরী, প্রচার সম্পাদক আবু রায়হান (গিটার)সহ এলাকাবাসি।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, সাগরপুর এলাকায় কয়েকটি পরিবার মাদক ব্যবসায় জড়িত। কয়েকটি পরিবারের কারনে এই এলাকার সুনাম নষ্ট হচ্ছে। পাশাপাশি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ছাত্ররা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। ফলে লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ কমছে, শিক্ষার মান হ্রাস পাচ্ছে এবং শিক্ষাঙ্গনের পরিবেশের অবনতি ঘটছে। আপনারা মাদক ব্যবসায়ী পরিবার সনাক্ত করেন, পুলিশে খবর দিন। আমি যতদিন এই থানায় আছি মাদক ব্যবসায়ীর কোন ছাড় নাই। ব্যবসায়ীদের আটক করে পুলিশ দিন। আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, মাদকের কারনে প্রতিদিন কিছু না কিছু চুরি হচ্ছে। কখনো ভ্যানের ব্যাটারী চুরি হচ্ছে, আবার কখনো গাছ থেকে কলা চুরি হচ্ছে। এসব হচ্ছে মূলত মাদক কারবারিদের কারনে। এই সাগরপুর এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে হবে। সকলেই এগিয়ে আসতে হবে। উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। যে কোন মুল্যে মাদক ব্যবসা বন্ধ করতে হবে।
আলোচনা শেষে ওসি শাহজাহান আলী এলাকাবাসিদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন