ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেত্রীসহ আটক ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে এবং তিনি ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহভাজন সুস্মিতা পান্ডে ও সত্যজিত পান্ডেকে আটক করা হয়।

ওসি ইব্রাহিম আরও জানান, আটককৃতরা ঢাকা নিউমার্কেট থানার নাশকতা মামলার আসামি এবং তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।