বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১০:০১ এএম

নিখোঁজের চার দিনেও মেলেনি তাজিমের সন্ধান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১০:০১ এএম

নিখোঁজের চার দিনেও মেলেনি তাজিমের সন্ধান

ছবি: রূপালী বাংলাদেশ

আগৈলঝাড়ায় ৫ম শ্রেনীর স্কুল ছাত্র নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি। এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জানা গেছে, উপজেলার পয়সাহাটের ব্যবসায়ী ও পয়সা গ্রামের ফায়েক উজ্জামান ঘরামীর ছেলে ও সরকারী পয়সা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র তাজিম আমাম্মেদ (আবু বক্কর) ১৬ জানুয়ারী সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বিকেলে তাজিম বাড়ি ফিরে না আসায় তার পিতা ফায়েক উজ্জামান সম্ভব্য সকল স্থানে খোজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করে।

এরপর ওই বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার বাড়ৈ ও তার বন্ধু মো.জহিরুল হককে নিয়ে নিখোজ তাজিমকে খুজতে পশ্চিম বাগধা গ্রামে তাজিমের নানা দেলোয়ার মিয়ার বাড়িতে গিয়েও তাজিমের সন্ধ্যান পায়নি। ওই দিন রাতেই পিতা ফায়েক উজ্জামান বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় সাধারন ডায়েরী করেন, যার নং ৭৪৪। এর পরে এসআই আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে। চার দিনেও নিখোঁজ স্কুল ছাত্র তাজিম আমাম্মেদকে খুজে না পেয়ে তার পরিবার ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙ্গে পরেছে।

এঘটনায় সরকারী পয়সা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ জানান, আমার বিদ্যালয়ে ছাত্র তাজিম আহাম্মেদ ওই দিন ক্লাশ শুরুর পূর্বে বিদ্যালয় মাঠে তাকে দেখা গেছে। সে ক্লাস করেনি, তার হাজিরা খাতায় উপস্থিতি নেই।

এবিষয়ে তাজিম আহাম্মেদের ছোট মা মীম বেগম জানান, ১৬ জানুয়ারী সকালে তাজিমকে নাস্তা খেতে দিয়ে আমি সংসারের অন্য কাজ করছিলাম। ও নাস্তা খেয়ে স্কুল ব্যাগ নিয়ে স্কুলের উদ্যেশে বের হয়ে য়ায়। বিকাল ৩টায় বাড়িতে ফিরে না আসায় ওর বাবাকে বিষয়টি ফোন করে জানাই।

তানজিমের পিতা ফায়েক উজ্জামান বলেন, আমি স্ত্রীর ফোন পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক উত্তমকে ফোন দেই। সে জানায় সকালে তাজিমকে স্কুল মাঠে দেখেছি। এরপর তারাও খুজঁতে বের হয়।

এঘটনায় আগৈলঝাড়া থানার এসআই আল মামুন সাংবাদিকদের বলেন, সরেজমিনে গিয়ে নিখোঁজ তাজিমের পরিবার, স্কুলের শিক্ষক, নানা দেলোয়ার মিয়া ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি। তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

আরবি/জেআই

Link copied!