ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার

রংপুর ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ১০:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।