জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-দপ্তর সম্পাদক, লেখক মো. জহিরুল ইসলাম জহিরের লেখা ‘অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার বিকালে চসিক অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, নগর যুবদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
বইটি চসিক অমর একুশে বই মেলা’২৫ উদযাপন পরিষদের সদস্য সচিব, রুবাব পাবলিকেশনের স্বত্বাধিকারী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন বাবু কর্তৃক প্রকাশিত।
অনুষ্ঠানে অতিথিরা জিয়াউর রহমানের মহান অবদান তুলে ধরে বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের ইতিহাসে শহিদ জিয়ার নাম উজ্জ্বল নক্ষত্র হিসেবে থাকবে। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন খান ও মো. শাহীন মিয়া।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন