বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:৪৪ পিএম

আবারও আকাশে উড়ল জুলহাসের তৈরি প্লেন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০২:৪৪ পিএম

আবারও আকাশে উড়ল জুলহাসের তৈরি প্লেন

ছবি: সংগৃহীত

জুলহাস মোল্লার তৈরি প্লেন চার দিন আগে আনুষ্ঠানিকভাবে উড্ডয়নের পর আবারও আকাশে উড়ল। রোববার (৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ যমুনার চরে তার তৈরি প্লেনটি ওড়ানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা।  

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, জুলহাসের গবেষণা ও উদ্ভাবনকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় একাডেমিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ‍‍‘জুলহাসের তৈরি যানটি আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি তার পড়াশোনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেব।‍‍’

এ সময় বিসিএল অ্যাভিয়েশনের একটি ‍‍‘আর ৬৬ মডেলের হেলিকপ্টারে‍‍’ মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে ওড়ার সুযোগ পান জুলহাস। একই সঙ্গে বিমানের কারিগরি দিক নিয়ে নানা পরামর্শও দেওয়া হয় তাকে।

জুলহাসের উদ্ভাবনী কাজের প্রতি উৎসাহ জানিয়ে বঙ্গ টিস নামে একটি সফটওয়্যার প্রতিষ্ঠান তার হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়।  

ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক আরও বলেন, ‍‍‘জুলহাসের উদ্ভাবনী কাজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে তাকে সঠিক শিক্ষার সুযোগ দিতে হবে। লাইসেন্সের জন্য প্রাইভেটে পড়তে অন্তত ৩০ থেকে ৪০ লাখ টাকা লাগে। তাই তার জন্য আর্থিক সহায়তা দরকার। বুয়েট কিংবা অ্যাভিয়েশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা উচিত।‍‍’  

তিনি আরও জানান, জুলহাসের বিষয়ে তিনি নিয়মিত খোঁজ রাখবেন এবং ভবিষ্যতে তার গবেষণাকে এগিয়ে নিতে সার্বিক সহায়তা করবেন।

জুলহাস মোল্লা বলেন, ‍‍‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার স্বপ্নপূরণ করেছেন। তিনি আমার মা ও ছোট ভাইকে হেলিকপ্টারে তুলে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আগেও আমার কাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই।‍‍’ তার লক্ষ্য এক দিন তার তৈরি বিমান দেশ-বিদেশের আকাশে উড়বে।  

অনেক দর্শনার্থী জুলহাসের প্লেন দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তাদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এক মিনিটের জন্য প্লেনটি আকাশে ওড়ান।  

মাত্র দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি আরসি মডেলের প্লেন ওড়ানোর পর থেকেই জুলহাস আলোচনায় আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাজ দেখতে ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।  

এর আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন।  

জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

আরবি/জেডআর

Link copied!