চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অক্সিজেন রোডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী একটি ভাউচারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এলাকাবাসী তেলবাহী ঘাতক ভাউচারটি আটক করেছেন। দুর্ঘটনার পরপরই মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা।
নিহতদের নাম মোহাম্মদ আরিফ (২৪) ও জুয়েল (২৩)। তাদের মধ্যে আরিফ ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। জুয়েল একই এলাকার মো. হাছি মিয়ার ছেলে।
দুই যুবকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘তেলবাহী একটি ভাউচারের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে।’
আপনার মতামত লিখুন :