ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

ইটের মান নিশ্চিতে নরসিংদীতে বিএসটিআই’র অভিযান

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৫৮ পিএম
নরসিংদীতে ইটের গুণগত মান নিশ্চিতকরণে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান- ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন এলাকায় ইটের গুণগত মান নিশ্চিতকরণে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এই অভিযান পরিচালনা করে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী।

 

ফিল্ড অফিসার (সিএম) এফ এম হাসিবুল হাসানের নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানকালে বেলাব আমলাব এলাকার মেসার্স বিটিবি ব্রিকস ফিল্ড এবং ইব্রাহিমপুর এলাকার মেসার্স জিএমবি ব্রিকস, মেসার্স নাসরিন ব্রিকস এন্ড কোং, মেসার্স নাসরিন ব্রিকস এন্ড কোং, মেসার্স এম এ এইচ ব্রিকস ফিল্ডস, মেসার্স এফ এ বি ব্রিকস ফিল্ড, মেসার্স ডি এম বি ব্রিকস ফিল্ড ও মেসার্স পি এ বি ব্রিকস ফিল্ডসে অভিযান চালানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই প্রতিষ্ঠানগুলোকে ব্রিকস পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।

জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,নরসিংদী’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।