বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:১৫ পিএম

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:১৫ পিএম

স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ওড়না পেচিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগম (৩০) কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হোসেন।

দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার স্ত্রী।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদীর ভাই অলিউল্লাহ মোল্লা সৌদি আরব প্রবাসী। সে মাঝে মাঝে বাড়িতে আসতো। তিন সন্তান নিয়ে তার স্ত্রী আলাদা থাকে। সর্বশেষ তিনি সৌদি আরব থেকে দেশে আসার পর তার স্ত্রী মাজেদা সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে মনমালিন্য হয়। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে সৌদি প্রবাসী অলিউল্লাহ তার বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল ৬টার দিকে অভিযুক্ত মাজেদা বেগম তার দুই ছেলে কে নিয়ে বাড়ি হতে বেরিয়ে যায়।

এ সময় মাজেদাকে তার ভাসুর মামলার বাদী কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞেস করলে সে জানায় তার স্বামীর টিকেটের টাকা সংগ্রহ করার জন্য বাইরে যাচ্ছে।

পরে দুপুর ১২ টার দিকে অলিউল্লার বাসায় পুলিশ ও লোকজন দেখে তার বড় ভাই মামলার বাদি পুলিশ প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় অলিউল্লাহর ঘরের দরজা খুলে ভেতরে অলিউল্লাহর লাশ গলায় কাপড়ের উড়না পেচানো ও হাতে পায়ে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এ বিষয়ে পরে স্থানীয়রা ও পুলিশ জানতে পারে অলিউল্লাহর খাবারের সাথে তার স্ত্রী মাজেদা বেগম অন্যান্যদের সহযোগিতায় ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস দিয়ে অলিউল্লাহকে হত্যা করেছে।

এ ঘটনায় মৃত ওয়ালীউল্লাহর ভাই উপজেলার পুটিমারা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে আহসান উল্লাহ (৬৮) বাদী হয়ে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি শ্রীনগর থানায় ভাই হত্যার দায়ে মামলা দায়ের করে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলার বাদি আহসানুল্লাহ জানান, আমার ভাইয়ের বউ ছোট ভাইকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করায় আমি শ্রীনগর থানায় মামলা করি। ওই মামলা ৮ বছর পর আজ আদালত রায় দিয়েছেন। রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছি।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. হালিম হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় সৌদি প্রবাসী ওয়ালিউল্লাহকে তার স্ত্রী খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ওড়না পেচিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের ভাই আহসানুল্লাহ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করে। ওই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন।

আরবি/জেডি

Link copied!