ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার: আ.লীগ সমর্থিত চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৯:৪১ এএম
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়া। ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনা থেকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বাদলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আদিলুজ্জামান ভূইয়া উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইটনা থানার ওসি মনোয়ার হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, চেয়ারম্যান আদিলুজ্জামানকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে যৌথ বাহিনীর অভিযানে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়ার চাচাতো ভাই ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট বিষয়টিতে জড়িত থাকায় রাতেই ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি মেম্বার মো. রোকন উদ্দিন নিজস্ব লোকজনের নামের তালিকা করে চাল আত্মসাত ও কালোবাজারির লক্ষে ভিজিএফ চাল উত্তোলন করে অবৈধভাবে মজুত করে রাখেন।