ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

বাঁশখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০২:১১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে অফিসার্স ক্লাব মিলনায়তনে ২৮ মার্চ শুক্রবার বিকেলে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আবছারের সভাপতিত্বে ও আফনান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক অনুপম কুমার দে অভি, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব মু. মিজান বিন তাহের।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হক, বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মোহাম্মদ নাছের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট মো. দিদারুল 

আলম, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসরাইল হক, বন‌ বিভা‌গের বিট কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াছিন আমিনী, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আবু 

তাহের, ব্যবসায়ী খালেদুল হক, সাবেক ছাত্রনেতা মুশফিক আবরার, হেফাজত নেতা মোবারক, ছাত্রনেতা আমিনুল ইসলাম মুকুল, পৌর যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব।

প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ বড়ুয়া মুক্তা, আবু বক্কর বাবুল, শিব্বির আহমদ রানা, রিয়াদুল ইসলাম, তাফহিমুল ইসলাম, আফনান চৌধুরী, প্রকাশ বড়ুয়া, আবু ওবাইদা আরাফাত, ছৈয়দুল আলম প্রমুখ।

এ সময় অতিথিবর্গ বাঁশখালীর সার্বিক উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদকর্মীদের আপোষহীন ভূমিকা পালনের আহবান জানান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ।