জয়পুরহাটের আক্কেলপুরে একটি গ্রামীণ বাজারের নৈশপ্রহরীদের বেঁধে চারটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ২০-২৫ জনের কালো মুখোশপরা একদল ডাকাত চারটি দোকানের তালা কেটে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে মিনি ট্রাকে তুলে নিয়ে পালিয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটা থেকে চারটা পর্যন্ত আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে এই দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল সাড়ে নয়টায় মোহনপুর বাজারের ডাকাতি হওয়া চার দোকান মালিক থানায় এসেছিলেন। এরপর থানার ওসি ঘটনাস্থলে পরির্দশন করেন।
মোহনপুর বাজারের দোকানিরা জানান, এই বাজারে আট জন নৈশপ্রহরী রয়েছেন। এরমধ্য শুক্রবার রাতে একজন নৈশপ্রহরী ডিউটিতে আসেননি। শুক্রবার রাতে সাত জন নৈশপ্রহরী ডিউটি করছিলেন। রাত তিনটার দিকে নৈশপ্রহরী রফিকুল ইসলাম প্রথমে কালো মুখোশপরা চার জন ব্যক্তিকে বাজারের সড়কে ঘোরাঘুরি করা দেখতে পেয়ে বাঁশি বাজান। মুখোশপরা ওই চার ব্যক্তি এসে নৈশপ্রহরী রফিকুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
এতে তার মাথা দিয়ে রক্ত ঝরছিল। ডাকাতেরা তার হাত-পা বেঁধে একটি দোকানের পাশে ফেলে রাখেন। এরপর ২০-২৫ জনের ডাকাত দল বাজারে অন্য ছয় জন নৈশপ্রহরীকে ধরে এনে মারধরের পর তাদের হাত-পা বেঁধে একই জায়গায় ফেলে রাখেন। ৪-৫ জন ডাকাত নৈশপ্রহরীদের ঘিরে রাখেন। অন্য ডাকাতেরা বাজারের সড়কের ওপর একটি মিনি ট্রাক এনে রাখেন।
ডাকাত দলের সদস্যরা বাজারের দুটি কীটনাশকের, একটি মুদিখানা ও একটি ইলেকট্রনিক্স দোকানের তালা কেটে মালামাল লুট করে মিনি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যান। ডাকাতেরা পালিয়ে যাওয়ার আগে নৈশপ্রহরী কানা রফিকুলের হাতের বাঁধন খুলে দেন।
এরপর কানা রফিকুল অন্য একজন নৈশপ্রহরীদের হাত-পায়ের বাঁধন খুলে দেন। নৈশপ্রহরীরা একে-একে সবাই মুক্ত হয়ে বাজারের আশপাশের বাসিন্দাদের ডেকে আনেন। ডাকাতেরা চারটি দোকানের আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন তারা।
ব্যবসায়ীদের অভিযোগ, আগে রাতের বেলায় পুলিশ বাজারে আসত। এখন আর রাতের বেলায় পুলিশ বাজারে আসে না।
নৈশপ্রহরী রফিকুল ইসলাম বলেন, ২০-২৫ জনে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা সবাই কালো মুখোশপরা ছিলেন। ডাকাতেরা আমাদের সাত জন নৈশপ্রহরীকে মারপিটের পর হাত-পা বেঁধে দোকানের পাশে ফেলে রাখেন। ৪-৫ জন ডাকাত আমাদের পাহারা দিচ্ছিলেন।
হলুদ রঙের মিনি ট্রাকে পালিয়ে যাওয়ার আগে ডাকাতেরা নৈশপ্রহরী কানা রফিকুলের হাতের বাঁধন খুলে দেন। এপর আমরা সবাই মুক্ত হয়ে আশপাশের লোকজনদের ঘটনাটি জানিয়েছি।
কীটনাশকের দোকান স্বাদ ট্রেডাসের মালিক ছানাউল ইসলাম বলেন, নৈশপ্রহরীদের বেঁধে রেখে বাজারের চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শুধু আমার দোকানের ৬-৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। চারটি দোকান মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ পিন্টু বলেন, মোহনপুর বাজারের চারটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা চলে যাওয়ার পর ঘটনাটি আমরা জানতে পেরেছি। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।
আক্কেলপুর থানার ওসি মাসুদ রানা বলেন, মোহন বাজারের কয়েক জন ব্যবসায়ী থানায় এসেছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় মেসার্স পাপরি ট্রেডাসের মালিক মোঃ মেহেদী হাসান চারটি দোকানের পক্ষে বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন