ফরিদপুরের সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি মো. মাসুম বিল্লাহ, সালথা থানার ওসি মো. আতাউর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, বীর মুক্তিযোদ্ধা
বাচ্চু মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলিমুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির ঐতিহ্য তুলে ধরে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন