যশোরে যৌথ অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে শহরের রেলগেট ও শংকরপুরে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রেলগেট কয়লাপট্টি এলাকার হোসেন ওরফে মরার স্ত্রী আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার মৃত আবু সাদেক সরদারের ছেলে রফিকুল ইসলাম সাবু, শংকরপুরের শহিদুল ইসলামের ছেলে আসিফ ও রেলস্টেশন গাড়োয়ানপট্টির আক্কেল ঢালীর ছেলে ওসমান রোহিত। তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জয়ন্ত জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী শংকরপুর এবং রেলগেট এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ী আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বাকি ৩ জনকে শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার হয়েছে। অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষসহ সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন