রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী জাদুঘর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রতিনিয়তই রাজবাড়ীটিতে ঘুরতে ও পরিদর্শন করতে আসেন দেশ-বিদেশের নানা শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (৩০ এপ্রিল) রাজবাড়ী পরিদর্শনে আসেন মার্কিন রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) ট্রেসি অ্যান জ্যাকবসন।
এ সময় রাজবাড়ীতে নির্মিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি।
তিনি বলেন, রাজবাড়ীটির আরও অনেক উন্নয়ন দরকার। ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে রাজবাড়ীটির উন্নয়নে সহযোগিতা করা হবে।
সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ছাড়াও তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, ওসি কবির হোসেন, জেলা পুলিশের কর্মকর্তা ও রাজবাড়ী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :