ঢাকা মঙ্গলবার, ০৬ মে, ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ৬, ২০২৫, ১২:৪৮ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (০৬ মে) সকাল সোয়া ৮টার দিকে এক দুর্ঘটনার পর ওই মহাসড়ক অবরোধ করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

ঘটনার পর সকাল সাড়ে ৮টার দিকে সহকর্মী শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়,ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।

গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ও সেনাবাহিনী আড়াই ঘন্টা পর পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।