ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নির্মিত হতে যাচ্ছে নতুন স্তম্ভ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সরকারি অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, স্মৃতিস্তম্ভের নকশা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং দরপত্র আহ্বান করা হয়েছে।
আগামী ১৮ মে দরপত্র খোলা হবে। পরে দরপত্র মূল্যায়নে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সবকিছু ঠিক থাকলে জুন থেকে নির্মাণ কাজ শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই শেষ হবে।
অনুমোদিত নকশা অনুযায়ী, স্মৃতিস্তম্ভটি হবে ৯০ ফুট উঁচু একটি ব্রোঞ্জের স্তম্ভ, যা গোলাকার প্ল্যাটফর্মের ওপর নির্মিত হবে।
স্তম্ভে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা থাকবে। স্তম্ভের গোঁড়া ঘিরে থাকবে অর্ধ-বৃত্তাকার ভাস্কর্য, যেখানে ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের দৃশ্যাবলি ফুটিয়ে তোলা হবে।
উদ্যানে প্রবেশমুখে তৈরি হবে ‘২৪’ সংখ্যার আদলে একটি প্রতীকী ফটক, যা জুলাই অভ্যুত্থানের দিনকে স্মরণ করাবে। সেই সঙ্গে থাকবে প্রশস্ত হাঁটার পথ, শহীদদের নাম-সংবলিত এপিটাফ ও সবুজে ঘেরা দৃষ্টিনন্দন বাগান।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘ঢাকার অনেক পার্কে স্মৃতিস্তম্ভ থাকলেও ওসমানী উদ্যানে তেমন কিছু নেই। সচিবালয় ও নগর ভবনের নিকটে হওয়ায় এ স্থানকে আমরা উপযুক্ত মনে করেছি।’
তিনি জানান, ২০২৪ সালের ১৯ নভেম্বর এলজিআরডি উপদেষ্টা ওসমানী উদ্যান পরিদর্শনে এসে স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকারের আগ্রহের কথা জানান। এরপরই প্রকল্পটি উদ্যোগ নেওয়া হয়।