বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে থাকা রাজধানীর দুটি ফ্ল্যাট এবং সাতটি ব্যাংক হিসাব জব্দ ও অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে গুলশান-১ এ অবস্থিত ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও একটি গ্যারেজ পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া, বসুন্ধরা আবাসিক এলাকায় ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট রয়েছে, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা।
এ ছাড়া, মাধবী দেবনাথের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে মোট জমা রয়েছে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা চলমান রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দ ও অবরুদ্ধ করা সম্পদ হস্তান্তর বা বিক্রি হওয়ার ঝুঁকি রয়েছে, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।