পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।
এ ছাড়াও বিএনপির শতাধিক নেতা-কর্মী ইসলামী আন্দোলনে যোদ দেন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে বরিশালের চরমোনাইয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের নিজ বাড়ির আল কারীম জামে মসজিদে জোহরের নামাজ শেষে দলটিতে যোগ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি জেড এম কাওসার।
মোস্তাফিজুর রহমান দলটিতে যোগদানের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পক্ষে-বিপক্ষে মতামত ব্যক্ত করছেন সাধারণ মানুষ।
এ ছাড়া সাবেক এই এমপির দল বদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসন থেকে এমপি নির্বাচিত হন।
১৯৯০ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০২৪ সাল থেকে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ছিলেন।
ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলার শাখার সহসভাপতি জেড এম কাওসার বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফর্ম পূরণ করে এবং আমির মুফতি সৈয়দ ফজলুল করিমের হাতে হাত রেখে তিনি যোগদান করেছেন।’
ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামের পক্ষে কাজ করার লক্ষ্যে তিনি দলটিতে যোগদান করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশ ইসলামী আন্দোলন সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে যাতে মানুষের জন্য কিছু করে যেতে পারি, সে জন্যই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলনের কাছে আমি নমিনেশন চাইব। দল থেকে যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে পটুয়াখালী-৪ আসন থেকে নির্বাচন করব।’