লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায় কৃষকদের খেত থেকে ভুট্টা তুলে দিয়েছেন উপজেলায় কর্মরত আনসার ও ভিডিপি সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের কৃষকের প্রধান অর্থকারী ফসল ভুট্টা। ভুট্টা বিক্রির টাকায় চলে তাদের সংসার।
সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টা চাষিদের। ঝড়ের কারণে ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে । কোনো কোনো খেতে পানি জমে গেছে। তাই ভুট্টা তুলতে সময় যেমন বেশি লাগছে, তেমনি বেশি শ্রমিকও প্রয়োজন হয়েছে।
এদিকে, শ্রমিক সংকটে সঠিক সময়ের মধ্যে ভুট্টা তুলতে পারছেন না কৃষকরা। দুর্যোগের কারণে সময়ের মধ্যে ভুট্টা তুলতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই অসহায় কৃষকদের পাশে দাাঁড়িয়েছেন উপজেলার আনসার ও ভিডিপির সদস্যরা।
সিংগীমারী গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে আমার তিন বিঘা জমির ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে। অন্যদিকে শ্রমিকও সংকট। এমন সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভুট্টা উত্তোলন করে দিয়েছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
কৃষকরা জানান, যথাসময়ে খেত থেকে ভুট্টা তুলতে না পারলে ঝড়-বৃষ্টির কারণে ভুট্টা নষ্ট হয়ে যেত। আনসার ও ভিডিপি সদস্যরা ভুট্টা তুলে দিয়ে উপকার করেছেন তাদের।