ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৬, ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি- সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (১৭) এবং একই এলাকার রবিউল্লাহর ছেলে রাহাত (২২) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নজরপুর গ্রামে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের পর থেকেই রুবেল অনুসারী ও বাছেদ মেম্বারের অনুসারীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এর জেরে মঙ্গলবার সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করা হয়।

জানা যায়, একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই রুবেলের পক্ষের সাইফুল ইসলামকে গুলি ও পরবর্তীকালে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়।

এ সময় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত রাহাত নামের আরেক যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। পরে লোকমুখে জানতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।