সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হৃদয় বণিক (২২) একই এলাকার রবি বণিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে’র গ্রুপের একজন কর্মী। সে প্রায়ই ধারালো ছুরি নিয়ে চলাচল করত। মঙ্গলবার ঘটনার সময় নতুনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় বণিককে ধারালো অস্ত্র নিয়ে চলাচল করতে নিষেধ করেন মমিন মিয়া।
এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করে। এতে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মারা যান মমিন মিয়া।
এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় হৃদয় বণিককে নতুনপাড়ার নিজ বাসা থেকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ সদর থানা ওসি মো. আবুল কালাম।