ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৭:০৬ পিএম
খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিক আটক। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ সীমান্ত দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) ভোরে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে বিজিবি তাদের আটক করে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে।

এদের মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটককৃত ২৭ জন গুজরাটের বাসিন্দা বলে দাবি করছেন। গুজরাটের হলেও আটককৃতরা বাংলা ভাষাভাষী। তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসে বিএসএফ। এরপর তাদের বাংলাদেশে অনুপ্রবেশ করায় তারা।বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ বিষয়ে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি বিষয়টি দেখভাল করছে এবং আটকরা সবাই তাদের হেফাজতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিজিবির সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।’