যশোরের বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল মোল্লা (১৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ মে) ১০ দিঘীরপাড় এলাকার শাহজালাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইল পেশায় একজন মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি। রোববার সকালে তিনি বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে বেনাপোল বাজারে গ্যারেজে যাচ্ছিলেন।
পথিমধ্যে শাহজালাল ফিলিং স্টেশনের সামনে আসলে যশোর থেকে আসা মালামাল ভর্তি একটি ট্রাক্টর বাইসাইকেলে ধাক্কা দেয়। এ সময় সাইকেল আরোহী গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয়রা তাকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান বলেন, বেনাপোল পোর্ট থানা পুলিশের ফোন পেয়ে আমরা নাভারন হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।
হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার ইসমাইলকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে পরীক্ষা করে দেখা গেছে তিনি মারা গেছেন।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :