ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা সারোয়ার হোসেন সেতুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ মে) সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মুনিষগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পলিশ।
সারোয়ার হোসেন সেতু নন্দুয়ার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং মুনিষগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি মোহাম্মদ আরশেদুল হক বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :