বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন।
সোমবার (১২ মে) দুপুর ১২টায় মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, রোববার (১১ মে) রাতে মামলাটি রেকর্ড হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শহড়াবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (১৫) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে সিয়াম (১৮) ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেয় এবং নানা উপায়ে উত্ত্যক্ত করে। কিন্তু প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সিয়াম।
এর আগে গত বছরের ৪ নভেম্বর দুপুর ১টার দিকে স্কুল শেষে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে সিয়াম ও তার সহযোগীরা ছাত্রীটিকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা গত বছরের ১২ নভেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলায় সিয়ামসহ পাঁচজনকে আসামি করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি ধুনট থানায় রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ডভুক্ত করে তদন্তের দায়িত্ব একজন এসআইকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :