নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল জিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর দুইপক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নমঞ্জুর করেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত সেটি নামঞ্জুর করেন। একইসঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি, তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে সে ব্যাপারে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) সকালে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকাকুটির থেকে গ্রেফতার করা হয় আইভীকে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লামডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার ৫টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন :