ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে সামুদ্রিক মাছ জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১১:৫৮ এএম
যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন প্রজাতির ৩০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি- সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়াসহ বিভিন্ন প্রজাতির ৩০ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
  
মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহাও উপস্থিত ছিলেন। 

জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসায় বিতরণ করা হয়।  

মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিষেধাজ্ঞাকালীন সামুদ্রিক মাছ পরিবহন করবে না মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহরিত এ মাছগুলো ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

উল্লেখ্য, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।