চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার(১৪ মে ) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সন্দীপ সংযোগ পরিদর্শনকালে ঘাট ও ফেরিতে কর্মরত কর্মচারীদের আবাসন ও সুপেয় পানি নিশ্চিতকরণ, পার্কিং ইয়ার্ড ও যাত্রী ছাউনি নির্মাণ, ফেরির টিকিটিং ব্যবস্থা, গাড়ি লোডিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্যতা, নৌপথে জেলেদের জাল নিয়ন্ত্রণ এবং পন্টুন ও এপ্রোচ সড়কের নিরাপত্তা বিধানের লক্ষ্যে নতুন জিও টিউব স্থাপনসহ অন্যান্য করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআইডব্লিউটিএ’র রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং), সবুর খান, যুগ্ম পরিচালক (নৌ-সওপ), এএসএম আশরাফুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), কামরুজ্জামান, উপ-পরিচালক (বওপ), এনামুল হক, উপপরিচালক (নৌ-সওপ), সেলিম রেজা, সহকারী প্রকৌশলী (পুর)সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।