টাঙ্গাইলে দখল হয়ে যাওয়া সাড়ে সাত একর সরকারি বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৮টার দিকে মির্জাপুর উপজেলায় বাঁশতৈল রেঞ্জের কুড়িপাড়া বিটের দাঁতভাঙা চালা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট বিট অফিসের বন কর্মকর্তা ও কর্মচারীরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ঝোপঝাড় কেটে কলার চারা রোপণ করে ওই জমি দখল করে রেখেছিল। অথচ জমিটির আসল চেহারা ছিল প্রাকৃতিক গজারি বন।
অভিযান প্রসঙ্গে বাঁশতৈল রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, ‘বন বিভাগের দখলীয় জমি উদ্ধার করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উদ্ধারকৃত জমিটি আবার বন বিভাগের আওতায় এনে নতুন করে বনায়ন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন