নাটোরের বড়াইগ্রামে কেমিক্যাল ব্যবহার করে আম পাকানোর অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার আহম্মেদপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আহম্মেদপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স দয়াল ট্রেডার্সের আড়তে অপরিপক্ব আমে ‘ইথোফেন’ নামের কেমিক্যাল প্রয়োগের সময় তা হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে আড়তের মালিক শাজাহান আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল সহযোগিতা করেছে বলেও জানান সহকারী পরিচালক।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন