রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় সদর থানা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান।
এর আগে গতকাল শুক্রবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল মামুন আরজু রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। ওই দিন বিকেলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ ছাড়াও আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে তারা বোমা নিক্ষেপ করে ও গুলি করে। এ ছাড়াও আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
রাজবাড়ী সদর থানা পুলিশের ওসি মাহমুদুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বড়পুলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা মামলায় সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
আপনার মতামত লিখুন :