ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড়ের সহকারি কমিশনার

ইনসান সাগরেদ, পঞ্চগড়
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৭:২০ পিএম
‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৫’ গ্রহণ করছেন আমিনুল ইসলাম তারেক। ছবি- সংগৃহীত

তামাক নিয়ন্ত্রণে এবছর জাতীয় সম্মামনা পেয়েছেন পঞ্চগড় জেলা প্রশাসনে কর্মরত সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। তাকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। 

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করে থাকেন। 

শনিবার (৩১ মে) দুপুরে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এই সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। 

আমিনুল ইসলাম তারেক গত তিন মাসে তামাক নিয়ন্ত্রণে ২২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। তামাক নিয়ন্ত্রণ কাজে প্রশংসনীয় অবদান রাখায় জেলা টাস্ক ফোর্স ক্যাটাগরিতে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। 

এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফরসহ বিভন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।