সাতক্ষীরায় জুয়ার আসর ৯ জুয়ারিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে শহরের দক্ষিণ পলাশপোল এলাকার আজাহার আলী নামে একজনের বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরে দক্ষিণ পলাশপোল এলাকার আজাহার আলী , পুরাতন সাতক্ষীরার জামাত আলী , আবুল কালাম, নবাব আলী ,আতিয়ার রহমান, দেবহাটা উপজেলার কুলিয়া এলাকার তুহিন রহমান, যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকার জোহর আলী, নড়াইল জেলার লোহাগড়া এলাকার আলাউদ্দীন ওরফে ভুট্টো।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাহার আলী বিদেশ থেকে দেশে ফেরার পর বাড়িতে গড়ে তুলেছেন জুয়ার আসর। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় লোকজন নিয়ে জুয়ার বোর্ড পরিচালনা করছেন।
এ ছাড়া বিদেশে শ্রমিক পাঠানোর নামে কয়েক যুবকের কাছ থেকে অর্ধকোটি টাকাও হাতিয়ে নিয়েছেন। গতকাল বুধবার রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, জুয়ার আসর বসার খবর পেয়ে দক্ষিণ পলাশপোল এলাকার একটি বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে থেকে ৯ জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন