ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

২১ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি বক্কর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০১:৫৪ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আবু বক্কর (৪২)। ছবি- সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. আবু বক্কর (৪২) অবশেষে ২১ বছর পর র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আবু বক্করের বাড়ি ফটিকছড়ির লেলাং ঠিকাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম সোলায়মান।

র‍্যাব জানায়, ২০০৪ সালের জুলাইয়ে ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় নিশ্চিত করেন এবং মামলার বিষয়টি স্বীকার করেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, ‘গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবু বক্করকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’