ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করার সময় পানিতে ডুবে তামিম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার বনুয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিমের বাড়ি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, তামিমসহ ওই গ্রামের ৩ শিশু দুপুরে টাঙ্গন নদীর বনুয়াপাড়া ঘটে গোসল করতে নামে। এক সময় তামিম পানির তোড়ে নিখোঁজ হয়। অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এসে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030225605.webp) 
                                                                                    -30-10-25-20251030222222.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন