নিজ জমিতে বা বাড়িতে নয়, টয়লেটের ছাদে গোপনে করছিলেন গাঁজার চাষ। এমন ঘটনার জন্ম দিয়েছেন মানিকগঞ্জের যুবক ফয়সাল। তবে শেষ রক্ষা হয়নি তার ধরা পড়েছেন ডিবির জালে।
শনিবার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার সাইজাল বরুন্ডি এলাকা থেকে ফয়সালকে আটক করে জেলা গোয়েন্দা শাখার ডিবি।
৩২ বছর বয়সী মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। এদিন রাতে তাকে নিজ বাড়ির টয়লেটের ছাদ থেকে চারটি গাঁজার গাছসহ আটক করে ডিবি।
ডিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল মিয়া তার নিজ বাড়িতে গোপনে গাঁজার চারটি গাছ রোপণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গাঁজার গাছসহ আটক করে।
উদ্ধার হওয়া চারটি গাঁজার গাছের বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাটুরিয়া থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


-20250622074130.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন