সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
সোমবার (২৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস মোংলার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড তাজা কার্তুজসহ ডাকাত দলের সদস্য মো. সোহেল হোসেন মিঠুকে (৩৭) আটক করা হয়। তিনি খুলনার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হোসেন স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শুধু ডাকাতিতে অংশ নিতেন না, বরং ডাকাত দলের জন্য অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের কাজেও জড়িত ছিলেন।
কোস্টগার্ড জানায়, এই ধরনের অভিযান সুন্দরবনকে দস্যুমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে করে সুন্দরবনের জীববৈচিত্র্য যেমন সুরক্ষিত হচ্ছে, তেমনি উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারছেন।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করছে। এর ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন