চট্টগ্রামের রাউজান উপজেলায় মো. মোজাহিদ ইমন ওরফে ইমাম (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে এক বিবাহিত নারীকে দীর্ঘ সময় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয় বাসিন্দারা ওই নারীসহ ইমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
অভিযুক্ত ইমন ওই এলাকার বাসিন্দা এবং পোশাককর্মী হারুন অর রশিদ ও কোহিনূর বেগম দম্পতির সন্তান বলে পরিচয় দিলেও তার প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গেছে, ইমন নানার বাড়িতে বড় হয়েছেন এবং স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ইমনের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশীর স্ত্রী গত ২৫ এপ্রিল হঠাৎ করেই বাসা থেকে নিখোঁজ হন এবং ২৮ মে ফেরত আসেন। এরপর ৩১ মে আবারও তিনি নিখোঁজ হন। এ সময় ইমন নিজেকে বন্ধুর সান্ত্বনাদাতা হিসেবে উপস্থাপন করে থানায় মামলা করার পরামর্শ দেন এবং এক সঙ্গে থানায়ও যান।
তবে পরে জানা যায়, ওই নারীকে নিয়ে ইমন কক্সবাজারে গিয়েছিলেন এবং গত এক মাস ধরে তাকে আটকে রেখে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন ওই নারীর স্বামী। তার দাবি, এ ঘটনার প্রমাণ তার কাছে রয়েছে, তবে থানা প্রাথমিকভাবে মামলা গ্রহণে অনীহা দেখিয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শত শত মানুষের উপস্থিতিতে ইমন ও ওই নারীকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে প্রভাব খাটাতে শুরু করেন ইমন। নানা ধরনের সামাজিক আন্দোলনের ছবি এডিট করে নিজেকে নেতা হিসেবে উপস্থাপন করে চাঁদাবাজি, অবৈধ মাটি কাটার ভাগাভাগি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও খোলার নামে মোটা অঙ্কের অর্থ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কিছু মাস আগে কাঁধে বিদেশি রাইফেলসহ একটি ছবি ভাইরাল হয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব মো. রইস উদ্দিন ফাহিম বলেন, ‘রাউজানে আমাদের সংগঠনের কোনো কমিটি নেই এবং ইমন নামের কোনো সমন্বয়ক নেই। আমরা এই নামে কাউকে চিনি না।’
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্থানীয়রা ইমনকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদি মামলা না হয়, তবে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রধারী ছবির বিষয়ে সে দাবি করেছে, এটি একটি রিসোর্টে তোলা। তবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত থাকার তথ্য রয়েছে।’

 
                            -20250629212317.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন