মৌলভীবাজার জেলার বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত দিয়ে একদিনে ৭১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ এবং শ্রীমঙ্গল উপজেলার কাকমারা ছড়া বিওপি সীমান্ত দিয়ে ২৩ জনকে ঠেলে পাাঠানো হয়। পরে তাদের সবাইকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
৫২ বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামকস্থানে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘুরাঘুরি করার সময় বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ১৫ জন এবং শিশু ১৮ জন রয়েছেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে তাদেরকে ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করানো হয়।
এদিকে বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার কাকমারা সীমান্ত এলাকা দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৯ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকা দিয়ে এই ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। পরে বিজিবি বিষয়টি জানতে পেরে তাদের আটক করে কাকমারা সীমান্ত এলাকায় তাদের বিওপিতে নিয়ে রাখে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘ভোরে বিজিবি থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। তাদের হস্তান্তর করলে পরিচয় জানা যাবে।’
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ‘বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে বৃহস্পতিবার ভোরে ৪৯ জনকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৪৭৫ জন বিজিবি ও পুলিশের হাতে আটক হয়েছেন। এর মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ৪২ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন।
আপনার মতামত লিখুন :