ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এক ব্যক্তির দেওয়া অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন হাফিজ ইব্রাহিম।
এর আগে ডিজিটাল প্ল্যাট ফরমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেন সেলিম নামে এক ব্যক্তি। পরে ওই অভিযোগটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অভিযোগটির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকাশ হওয়ার পর আমার নজরে আসলে আমি মনোযোগ দিয়ে শুনি। সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন তিনি আমার নির্বাচনি এলাকার বাসিন্দা না।
আমি খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের লোক। সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে তার বাড়ি। সেলিমের সাথে তার আপন ভাতিজি জামাইয়ের সাথে জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ভাতিজি জামাই তাকে হুমকি-ধমকি দিয়ে থাকতে পারে। এমনকি ওই বিষয়ে ভোলা সদর থানায় মামলা রয়েছে।
হাফিজ ইব্রাহিম আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পতিত সরকারের পলাতক এবং একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন