নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁদ মিয়াকে গুলিবিদ্ধ করার মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত এ আদেশ দেন।
একই দিনে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা রিকশাচালক মো. তুহিন হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন কাদির।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ আদালতের পিপি মো. আবুল কালাম আজাদ জাকির বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চাঁদ মিয়াকে অকথ্য নির্যাতন ও গুলি করার ঘটনায় শামীম ওসমান, আইভী, অয়ন ওসমান জড়িত ছিল, যা প্রমাণ হয়েছে। আসামীপক্ষের আইনজীবী জামিন চেয়েছে, আমরা আদালতে জামিনের বিরোধিতা করেছি। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করেছে।
রিকশাচালক তুহিন হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, এ মামলায় গত ৩০ জুন সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আসামিপক্ষের আইনজীবীর আবেদনে রিমান্ড শুনানির তারিখ পেছানো হয়। আজ উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশাচালক মো. তুহিন। নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আইভীর পক্ষে আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘চাঁদ মিয়া গুলিবিদ্ধ হওয়ার মামলার এজাহারে শুধু নাম রয়েছে, কিন্তু আইভীর সংশ্লিষ্টতার বিষয়ে স্পষ্ট কিছু নেই। তাছাড়া, শামীম ওসমানের সঙ্গে আইভীর রাজনৈতিক বিরোধ সকলের জানা। তাই এ মামলায় তার সম্পৃক্ততা অবান্তর।’
তিনি আরও জানান, ‘তুহিন হত্যা মামলায় আইভীর ২ দিনের রিমান্ড হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রাখব।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন