চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট।
শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের অ্যারো ফেভারিট অফিস ভবনে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মোট আটটি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :