ভোলার চরফ্যাশনে বাড়ি নির্মাণের জন্য ভ্যাকু দিয়ে মাটি খননে বাধা দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনসহ তার সহযোগীদের বিরুদ্ধে।
শুক্রবার (২৮ নভেম্বর) হামলার শিকার সজিব ৪ জনকে আসামি করে দুলারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, যুবদল নেতা শাহাবুদ্দিন, রাকিব, আবু মিয়া ও রিপন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের মুন্সিরহাট এলাকায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন মো. সজিব জানান, ‘নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে ওয়ারিশ সূত্রে তার বাবা সেলিম দফাদার ৩২ শতাংশ জমি ভোগদখলে আছেন। ওই খতিয়ানে সেলিম দফাদারের বোন নুরজাহান ও খালেদাসহ অপর ওয়ারিশরা প্রতিবেশী তোফাজ্জল মেম্বারের ছেলে মিলন ও জসিমের কাছ থেকে ১৪৮ শতাংশ জমি ক্রয় করেন। অবিবাহিত অবস্থায় ক্রয়কারী জসিম মারা যান। পরে তার ভাই মিলন ও শাহাবুদ্দিন মৃত ভাইয়ের অংশ পাওনার দাবি করে নিজেদের প্রভাব খাটিয়ে ইউনিয়ন যুবদল নেতার স্বজন পরিচয়কে ব্যবহার করেন।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদল নেতা শাহাবুদ্দিনের সহযোগিতায় মিলন ও শাহাবুদ্দিন সেলিম দফাদারের সড়কসংলগ্ন মূল্যবান ৩২ শতাংশ জমির মালিকানা দাবি করে বিরোধ সৃষ্টি করেন।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে তারা তাদের দাবি করা জমি থেকে বিতাড়িত হন। পরে সেলিম দফাদার ওই জমিতে আমন ধান রোপণ করে ভোগদখল শুরু করেন। চলতি মৌসুমে ধান কাটার পর বাড়ি নির্মাণের জন্য ওই জমিতে ভ্যাকু দিয়ে মাটি খনন কাজ শুরু করা হয়।
অভিযোগে বলা হয়, প্রতিপক্ষরা স্থানীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঙ্গে আঁতাত করে বাড়ি নির্মাণের কাজে বাধা দেয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে সজিবের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন এবং মিলনসহ অপর সহযোগীরা সজিবের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করেন।
এ বিষয়ে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে এটুকুই আমি শুনেছি।’
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


-20251128133254.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন