দীর্ঘদিন সংস্কার না হওয়া লক্ষ্মীপুর-জকসিন সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগের প্রতিবাদে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর ‘গায়েবানা জানাজা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে সড়ক ও জনপদ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতীকী জানাজার আয়োজন করে সর্বস্তরের মানুষ।
ব্যতিক্রমধর্মী এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘লক্ষ্মীপুর থেকে জকসিন পর্যন্ত সড়কটি বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কে অসংখ্য খানাখন্দ ও ভাঙাচোরা স্থানে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। পথচারীদের চলাফেরাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা বারবার সওজের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করলেও কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। তাই প্রতীকী গায়েবানা জানাজার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।’
তারা আরও বলেন, দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে জানতে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।