সারা দেশে পরিকল্পিতভাবে মব সন্ত্রাস সৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামায়াত-শিবিরসহ স্বৈরাচারের উত্তরসূরীরা গোপন তৎপরতার মাধ্যমে দেশব্যাপী মব সন্ত্রাস ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে। তারা এসব অপচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের স্বার্থে সবাইকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসতে হবে।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে স্মরণকালের অন্যতম বৃহৎ এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ।
আপনার মতামত লিখুন :